S.S.C Online Free Exam

print this page

কিভাবে আপনার ওর্য়াডপ্রেস ও ইকর্মাস ওয়েবসাইটকে অপটিমাইজ করার মাধ্যমে দ্রুততর করবেন ?


আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, সেটা হলো কিভাবে আপনি আপনার ওর্য়াডপ্রেস সাইটটি দ্রুততর ও নিথুত করবেন। আমাদের অনেক ক্লাইন্ট আমাদের কাছ থেকে হোস্টিং নেওয়ার পর তাদের ওর্য়াডপ্রেস সাইট চালিয়ে বলে, আমার সাইট অনেক স্লো লোড নিচ্ছে ? আপনাদের হোস্টিং ভালো না ?  আপনারা কিসের এস এস ডি হোস্টিং দেন ? এরকম অনেক প্রশ্ন। যা অনেকই না জেনে অনেক কিছু বলতে থাকে।
ওর্য়াডপ্রেস হলো বিশ্বের একটি জনপ্রিয় সিএমএস (কনটেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম)। ওর্য়াডপ্রেস তার ডিফল্ট কনফিগারেশন এ কিছুটা স্লো থাকে, যদি সাইটি বেশি ভিজিটর ও ভারী কনটেন্ট থাকে। এছাড়াও আপনার সাইটি টে যদি ভারী টেমপ্লেট থাকে, যদি আপনার কনটেন্ট ও থিম এর ছবি গুলো অপটিমাইজ না করা থাকে্ ইত্যাদি।
গুগল ২০১০ সাল থেকে, সাইট র‌্যাংকিং এর জন্য ওয়েবসাইট এর পেজ লোডকে প্রধান্য দিয়ে আসছে, তাদের অলগারিদমে।
ভাগ্যক্রমে, এই ওর্য়াডপ্রেস সাইটের নমনীয়তার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যা আপনার ওর্য়াডপ্রেস সাইটকে দ্রুততর করে ও সাইট লোড সময়কে কমিয়ে দেয়। তাছাড়াও আপনি আপনার ওর্য়াডপ্রেস সাইটটি গুগল পেজ স্টিড দ্বারা টেস্ট করে, কিভাবে ? কি করে ? সাইট দ্রুততর করতে পারবেন এবং লোড টাইম কমাতে পারবেন সেটা সর্ম্পকে অবগত হতে পারবেন।
নিম্নে্ আপনারা কিছু পথ বা পদ্ধতি খুজে পেতে পারেন, কিভাবে আপনার ওর্য়াডপ্রেস সাইট তৈরী করার সময় থেকে সাইটটি দ্রুততর করতে পারবেন ?

ওর্য়াডপ্রেস সাইট দ্রুততর করার কিছু টিপস :

  • সঠিক থিম নির্বাচন করা।
  • ইমেজগুলো অপটিমাইজ করা।
  • ফাইল সংকুচিত করা বা কমপ্রেস করা।
  • ব্রাউজার cache ব্যবহার করা।
  • caching প্লাগইন ব্যবহার করা।

ওর্য়াডপ্রেস সাইট অপটিমাইজ করার কিছু টিপস :

  • হোমপেজ অপটিমাইজেশন করা।
  • হটলিংক প্রোটেকশন চালু করা।
  • ডাটাবেজ অপটিমাইজ করা।

সঠিক থিম নির্বাচন করা :

থিম মুল ভুমিকা পালন করে একটি ওর্য়াডপ্রেস সাইট এর লোড স্পিড বাড়ানো ও কমনোর জন্য। যদি আপনি পরিকল্পনা করেন একটি ব্যস্ত ব্লগ বা সাইট করতে চান, তাহলে আমি বলবো আপনাকে সবচেয়ে লাইট থিম পছন্দ করে সাইটটি তৈরী করতে। এতে আপনার সাইট লোড নিতে সময় কম লাগবে ও দ্রুততর হবে।

ইমেজগুলো অপটিমাইজ করা :

ইমেজগুলো অপটিমাইজ হলো আপনার সাইটে যত কনন্টেন আছে তাদের ভিতর যেসব ছবি আছে, সেগুলোর সাইজ দুর করা বা কমানো। ইমেজগুলো অপটিমাইজ করার জন্য ওর্য়াডপ্রেস এর অনেক প্লাগইন আছে। ওর্য়াডপ্রেস প্লাগইন স্টোর থেকে  রেটিং ও ব্যবহারকারীদের ভিত্তিতে প্লাগইন পছন্দ করে নিবেন ইমেজগুলো অপটিমাইজের জন্য।



ফাইল সংকুচিত করা বা কমপ্রেস করা :

আমাদের নেটকন হোস্টি এর সিপ্যানেল এ অপটিমাইজ ওয়েবসাইট নামে একটি প্লাগইন আছে। ঐ অপটিমাইজ ওয়েবসাইট প্লাগইন করতে হয় আপনার সাইট এর ফাইলগুলো অপটিমাইজ করার জন্য। এর মাধ্যমে আপনি সহজেই আপনার সাইটে ফাইলগুলো অপটিমাইজ করতে পারবেন।



প্রথমে আপনার সিপ্যানেলে অপটিমাইজ ওয়েবসােইট প্লাগইন টি প্রবেশ করবেন  এবং নিচের ছবির মত করবেন।


এখন আপডেট ‍ সেটিংস বাটনে ক্লিক করবেন।

ব্রাউজার cache ব্যবহার করা :

Expires Header হলো একটি পথ যার মাধ্যমে একটি নিদিষ্ট সময় পযন্ত আপনার সাইটের (css, java scripts, images etc) এসব ফা্ইল গুলো ভিজিটর এর ব্রাউজার স্টোর করে রাখা যায়। এটাকে বলা হয় ব্রাউজার cache। এটা করা জন্য কিছু কোড আছে যা আপনার সাইটের .htaccess ফাইলে ভিতর বসিয়ে প্রযোগ করতে হয়। নিচের কোড গুলো আপনার সাইট এর  root  এ  .htaccess ফাইলে বসিয়ে  ব্রাউজার cache ব্যবহার করতে পারবেন।

ExpiresActive on
ExpiresByType image/jpg "access plus 60 days"
ExpiresByType image/png "access plus 60 days"
ExpiresByType image/gif "access plus 60 days"
ExpiresByType image/jpeg "access plus 60 days"
ExpiresByType text/css "access plus 2 weeks"
ExpiresByType image/x-icon "access plus 2 weeks"
ExpiresByType application/pdf "access plus 1 month"
ExpiresByType audio/x-wav "access plus 1 month"
ExpiresByType audio/mpeg "access plus 1 month"
ExpiresByType video/mpeg "access plus 1 month"
ExpiresByType video/mp4 "access plus 1 month"
ExpiresByType video/quicktime "access plus 1 month"
ExpiresByType video/x-ms-wmv "access plus 1 month"
ExpiresByType application/x-shockwave-flash "access 1 month"
ExpiresByType text/javascript "access plus 2 weeks"
ExpiresByType application/x-javascript "access plus 2 weeks"
ExpiresByType application/javascript "access plus 2 weeks"

caching প্লাগইন ব্যবহার করা :

ওর্য়াডপ্রেস সাইটে caching প্লাগইন ব্যবহার করা আরেকটি গুরুত্বপূণ দিক যার মাধ্যমে আপনার ওর্য়াডপ্রেস সাইটি সহজেই দ্রুতগতির করেত পারবেন। ওর্য়াডপ্রেস প্লাগইন লাইব্রেরীতে caching প্লাগইন নামে অনেক প্লাগইন খুজে পাবেন যার মধ্যমে আপনার সাইট এর পেজ ক্যাস, সব মিডিয়া ফাইল মিনিফাই ও ব্রাউজার ক্যাস ও করতে পারবেন। জনপ্রিয় কয়টি caching প্লাগইন হলো W3 Total Cache এবং WP Super Cache। এর মধ্যে W3 Total Cache ই ভালোভাবে কাষ্টমাইজ করতে পারবেন।



হোমপেজ অপটিমাইজেশন করা :

ওর্য়াডপ্রেস সাইটে অপটিমাইজ করার প্রথম কাজ হলো হোমপেজ অপটিমাইজেশন করা। কিন্তু অনেকই এটা করে না। ফলে সাইট লোড নিতে সময় লাগে। ওর্য়াডপ্রেস সাইটে হোমপেজ অপটিমাইজেশন করার জন্য নিচের টিপস গুলো ব্যবহার করবেন :
  • আপনার ওর্য়াডপ্রেস সাইটেরে হোমপেজ সহ বাকি পেজ গুলো বিভিন্ন ধরনে widgets ব্যবহার করে ভারী করবেন না। যেমন সোস্যাল শেয়ারীং বাটন widget না রেখে টিউন গুলোর ভিতরে একমাত্র রাখা উচিৎ।
  • ওর্য়াডপ্রেস সাইটের টিউনগুলো ফুল শো না করে Read More ব্যবহার করা উচিৎ।
  • ওর্য়াডপ্রেস সাইটের হোমপেজ বেশি টিউন রাখা উচিৎ না। মিনিমাম ৫ - ৬ রাখলেই যথেষ্ট।

হটলিংক প্রোটেকশন চালু করা :

হটলিংক প্রোটেকশন সাধারণত আপনার ওয়েব হোস্টিং এর ব্যান্ডউইথ চুরি প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়। যখন অন্য কোনো ওয়েব সাইট আপনার ওয়েবসাইট এর কোনা ছবি তার ওয়েবসাইটে ব্যবহার করে করে তাহলে ঐ সাইটে ভিজিটর আপনার সাইট ব্যবহার করবে এতে আপনার ব্যান্ডউইথ যাবে। হটলিংক প্রোটেকশন যদি আপনি চালু রাখেন তাহলে কেউ যদি আপনার ছবি তার ‍ওয়েবসাইট এ ব্যবহার করে তাহলে আপনার হটলিংক প্রোটেকশন সেট করা ছবি দেখাবে। সে যে ছবিটি চেয়েছিলো সেটা শো করবে। এটা আপনার সাইট অপটিমাইজ করার জন্য খুবই দরকার হয়। কিভাবে হটলিংক প্রোটেকশন চালু করবেন ? হটলিংক প্রোটেকশন আপনি আপনার সিপ্যানেল হটলিংক প্রোটেকশন প্লাগইন ও আপনার ওয়েবসাইট এর .htaccess ফাইল এ কোড দিয়ে করা যায়।
আপনি আপনার সিপ্যানেল হটলিংক প্রোটেকশন প্লাগইন  প্রবেশ করুন।



 এখন এনাভেল বাটনে ক্লিক করুন।



ডাটাবেজ অপটিমাইজ করা :

একটি ওর্য়াডপ্রেস সাইটের জন্য ডাটাবেজ অপটিমাইজ করা খুবই দরকারী। নিচের চিত্র অনুযায়ী আপনি আপনার সাইটের ডাটাবেজ অপটিমাইজ করতে পারেন।
প্রথমে আপনার সি প্যানেল থেকে phpmyadmin যান  এবং আপনার যে ডাটাবেজ টি অপটিমাইজ করবেন  ঐটা ‍সিলেক্ট করেন।


এখন ডাটাবেজর সবগুলো টেবিল সিলেক্ট করেন  check all  বাটন ক্লিক করেন।


তারপর অপটিমািইজ টেবিল সিলেক্ট করেন।


যদি অপনার ডাটাবেজ অপটিমাইজ হয়ে যায় তাহলেেএকটি কনর্ফামেশন বার্তা পা্বেন।



এভাবে আপনি সহজেই  অাপনার ওর্য়াডপ্রেস সাইটকে দ্রুততর ও অপটিমাইজ করতে পারবেন। আপনি যদি আপনার ওর্য়াডপ্রেস সাইটকে আরও নমনীয়, দ্রুততর  ও ফাস্ট করতে চান, তহলে নেটকন হোস্টিং এর এস এস ডি হোস্টিং ব্যবহার করুন।
0 comments

আপনি কি একজন Notepad++ ব্যবহারকারী? আপনি কি Notepad++ ’র সব সুবিধাগুলো ব্যবহার করেন? যদি না করে থাকেন, তবে দেখে নিন আপনার জন্য কী সুবিধা রয়েছে Notepad++ ’এ।

আপনি কি একজন Notepad++ ব্যবহারকারী? আপনি কি Notepad++ ’র সব সুবিধাগুলো ব্যবহার করেন? যদি না করে থাকেন, তবে দেখে নিন আপনার জন্য কী সুবিধা রয়েছে Notepad++ ’এ।
ফেসবুক Group ও Page'র মাধ্যমে নিয়মিত অনলাইন সাপোর্ট নিন। ফেসবুক গ্রুপ ও পেজ লিঙ্ক টিউনের শেষে।
বি.দ্র. এই টিউন আইডি হতে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন টিউন লেখক বিভিন্ন বিষয়ে টিউন প্রকাশ করবেন্। আশাকরি আপনারা তাদের সহযোগিতা করবেন।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।

যা যা থাকছে আজকের টিউনে

  • পিএইচপি ওয়ার্ডপ্রেস কোড Autocomplete সুবিধা
  • জেনকোডিং তথা ইমেট সুবিধা
  • Shortcut Mapper সুবিধা
  • চিত্রভিত্তিক কিছু Settings পরিবর্তন
  • রয়েছে ছোট একটি গল্প
যদি আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস না থেকে থাকে তবে নিমোক্ত লিংক হতে নামিয়ে নিতে পারেন
Portable ভার্সন: Portableapps
Executable ভার্সন: Notepad++
বি.দ্র.
=> notepad++’র থেকে উন্নত ‍বিকল্প টেক্স এডিটর
Brackets (Free), Atom (Free), Sublime Text (Paid), Dreamweaver (Paid) ইত্যাদি।
=> notepad++’র থেকে উন্নত ‍বিকল্প ডেভেলপমেন্ট ইনভাইরনমে্ন্ট (IDE)
Codelobster (Free), Zend Studio (Paid), Phpstorm (Paid) ইত্যাদি।
এই টিউনার ব্যক্তিগতভাবে Phpstorm এবং Notepad++ ব্যবহার করেন।

এই টিউনের বিষয় মূলত Notepad++’র মাঝে সীমাবদ্ধ থাকবে ্এবং প্রয়োগক্ষেত্র Window 7 64bit

আপনারা যদি installer’র ক্ষেত্রে বিভিন্ন plugins সুবিধা পেতে চান তবে notepad++ install করুন পরপর দুইবার।একবার 32bit version C:\Program Files এই directory’তে (plugins)  এবং আরেকবার 64bit version C:\Program Files (x86) directory’তে (default)

তো চলুন শুরু করা যাক...

  • পিএইচপি ওয়ার্ডপ্রেস কোড Autocomplete সুবিধা:
ওয়েব ডেভেলপার হতে গেলে যে সমস্ত প্রোগ্রামিং ল্যাংগুয়েজগুলো জানতে হয় সেগুলো হলো, HTML, CSS, Javascript এবং PHP। আর কাজের জন্য জানতে হয় বর্তমান সময়ের সব চেয়ে জনপ্রিয় PHP বেইজড কন্টেন্ট মেনেজমেন্ট সিস্টেম WordPress।
Notepad++ একটি টেক্সট এডিটর মাত্র। এটি কোন  IDE নয়। তবে এটিকে অনেকটা IDE মতোও ব্যবহার করা সম্ভব। অর্থাৎ এতে ফাইল এডিটিং করে PHP স্ক্রিপ্ট এডিট করে কোডিং করা সম্ভব।সুবিধাটি পাবার জন্য ফাইলটি নামিয়ে নিন WordPress Autocomplete for Notepad++. ডাউনলোড শেষে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করুন এবং php.xml ফাইলটি notepad++ এ open করে নিম্নলিখিত লাইনটি এডিট করুন
line no.2192 where replaced '&' with '&amp;' <Overload retVal="string" descr="Escape single quotes, htmlspecialchar ' &lt; &gt; &amp;, and fix line endings.">
এখন php.xml ফাইলটি Copy করে Notepad++ এর ইনস্টল ডিরেকটরিতে C:\Program Files (x86)\Notepad++\plugins\APIs
অথবা, C:\Program Files\Notepad++\plugins\APIs পেস্ট করুন। মার্জ করতে চাইলে অনুমতি দিন। এবার Notepad++ রিস্টার্ট করুন।


জেনকোডিং তথা ইমেট সুবিধা:
এখানে ক্লিক করে ইমেট/জেনকোডিং প্লাগিনটি ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করার পর NppScripting ফোল্ডার এবং NppScripting.dll ফাইলটি কপি করুন এবং কপি করা আইটেমগুলো পেস্ট করুন Notepad++ এর ইনস্টল ডাইরেক্টরি C:\Program Files\Notepad++\plugins অথবা, C:\Program Files (x86)\Notepad++\plugins অথবা, Portable ভার্সন C:\Install\Notepad++Portable\App\Notepad++\plugins’তে। ফোল্ডার মার্জ করতে চাইলে অনুমতি দিন। এবার Notepad++ রিস্টার্ট দিন।
ব্যবহার বিধিঃ
খুব দ্রুত গতিতে ইমেট/জেনকোডিং ব্যবহার করতে চাইলে যেকোন শর্টকোড লিখে ctrl+E চাপলেই প্লাগিন কাজ করা শুরু করবে।
জেনকোডিং প্লাগিনের শর্টকোটগুলোর চিটশিট নামিয়ে নিতে এখানে জেনকোডিং চিটশিট ক্লিক করুন।
ইমেট শর্টকোটগুলোর চিটশিট নামিয়ে নিতে এখানে ইমেট চিটশিট ক্লিক করুন।
  • Shortcut Mapper সুবিধা:
ওপেন করা ফাইলের ফোল্ডার দ্রুত্ এক্সপ্লোরারে ‍খুলতে শর্টকাট ব্যবহার করুন।
প্রথমে নিচের চিত্রের মতো Settings থেকে Shortcut Mapper অপশনে ক্লিক করুন। তারপর Plugin Commands ট্যাবটি সিলেক্ট করুন।



এবার চিত্রের মতো ৩ নাম্বার শর্টকাটটিতে ডাবল ক্লিক করে সেটাকে ctrl+shift+E দ্বারা পরিবর্তন করে দিন। এবার নির্দিষ্ট ফা্ইল Notepad++'এ ওপেন করে ctrl+shift+E শর্টকোড চাপলেই এক্সপ্লোরারে সংশ্লিষ্ট ফোল্ডারটি ‍ওপেন হবে।
এটা শুধু এক্সপ্লোরারের শর্টকাট পরিবর্তন নয়। আপনি এভাবে Notepad++ এর সব শর্টকাট পরিবর্তন করতে পারবেন।
এগুলোই মূলত Notepad++’র বহুল ব্যবহৃত সুবিধা। এছাড়া রয়েছে কিছু Advanced level’র ব্যবহার। ক্রমশ: সেগুলো আলোচনা করা হবে।
  • কিছু Settings পরিবর্তন: (চিত্রভিত্তিক)








  • ছোট একটি গল্প
স্ত্রী এবং স্বামী ঐক্যমত হলেন যে, বিয়ের প্রথম দিনে তাঁরা কোন অথিতির জন্য দরজা খুলবেন না! সেই একই দিনই স্বামীর বাবা-মা তাদের দেখতে এলেন, এবং দরজায় কড়া নাড়লেন, স্বামী-স্ত্রী একে অপরের দিকে তাকালেন ... স্বামী দরজা খুলতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু তাদের মাঝে একটি  মৌখিক চুক্তি ছিল, তাই স্বামী দরজা খুললেন না। স্বামীর বাবা-মা কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রস্থান করলেন। কিছু সময় অতিবাহিত হবার পর স্ত্রী’র বাবা-মা দেখা করতে এলেন। স্ত্রী ও স্বামী পুণরায় একে অপরের দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করলেন যেহেতু তাদের মাঝে একটি  অলিখিত চুক্তি ছিল। স্ত্রী’র চোখের কোণে অশ্রু চিক্ চিক্ করছিল, তিনি নিজের সাথেই ফিসফিস করলেন "আমি এই কাজ করতে পারবো না, আমি তাঁদের ফিরিয়ে দিতে পারবো না।"  স্ত্রী দরজা খুলে দিলেন তাঁর বাবা-মা’র জন্য। স্বামী সবকিছুই দেখলেন, কিন্তু কিছুই বললেন না। কয়েক বছর পেরিয়ে গেল এবং তাঁরা একেএকে দু’জন ছেলে সন্তানের পিতামাতা হলেন। এরপর তাঁরা তৃতীয় সন্তানের পিতামাতা হলেন। এবারের শিশুটি একটি মেয়ে শিশু ছিল। পিতা নবজাত মেয়ে শিশুটির জন্য খুব বড় পার্টির আয়োজন করলেন এবং তিনি সব আত্মীয়-স্বজনদের আমন্ত্রিত করলেন। পরে সেই রাতে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, এই শিশুর জন্য এত বড় পার্টি উদযাপনেরকারণ কি ছিল যখন তিনি মেয়েটির অপর দু’ভায়ের জন্য তা করেননি! স্বামী শুধু জবাব দিলেন "কারণ তার মেয়েটিই কেবলমাত্র তার জন্য দরজা খোলা রাখবে!"
আপনার মেয়ে কন্যা সন্তানটি আপনার হাতটি ক্ষণিক সময়ের জন্যই হয়তো ধরে রাখবে, কিন্ত আপনার হৃদয়টি সারাজীবনের জন্যই ধারণ করবে।
Daughters are angels, Daughters are specials
0 comments

My Paying Ads Bangla Tutorial (ঘরে বসে আয় করুন দৈনিক $5 -$10 ডলার* ভিডিও টিউটোরিয়াল সহ *[ শেয়ার বিজনেস (update) ]


আসসালামু আলাইকুম বন্ধু গণ আশা করি আপনারা আল্লাহ্‌র রহমতে ভালই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া।
*আমার টিউন শুরু করছি*

MyPayingAds কি?

এটা একটা রিভিনিও শেয়ার সাইট মানে এখানে শেয়ার কিনে আয় করতে হবে। রিভিনিও হচ্ছে কোম্পানির প্রতিদিন যত আয় হয় আমরা শেয়ারে অংশ দিলে কোম্পানির প্রতিদিনের লাভের কিছু অংশ আমাদেরও দিবে। প্রত্যেকটি রিভিনিও শেয়ার শেষ হতে কম পক্ষে 30-45  দিন লাগে। প্রতিদিন রিভিনিও হয় কিন্তু সম্পূর্ণ টাকা আসতে 30 -45 দিন লাগে।  আমার মতে এটা একটা ব্যবসা প্রতিষ্টান নিচে লেখা আছে বিস্তারিত।

প্রথমে, আমি এই সাইট সম্পর্কে সন্দিহান কারণ এটা 2015 এর শেষে একটি PayPal এর সঙ্গে সমস্যা ছিল, কিন্তু  একটি নির্দিষ্ট সময়ের পরে 17 মার্চ, 2016 তে একটি মহান পুনরায় লঞ্চ করে।
এই সাইট  এখন 140,354 + জন সদস্য রয়েছে এবং এই সংখ্যা দ্রুত বাড়ছে।

মালিক কে?

মালিক Singapur প্রবাসী ভারতের তামিলনারুর অধিবাসী Uday Nara. খুবিই সৎ লোক তিনি। অত্যন্ত জ্ঞানী। ইন্টারনেট মার্কেটিংয়ে বিশাল দক্ষতা রয়েছে উনার। উনার সততার কারনে এই সাইট খুব দ্রুত সারা বিশ্বে সুনামের সাথে ছড়িয়ে পড়ছে।
কিভাবে কাজ করবো? কত লাভ হবে? কয় দিন পর টাকা ফেরত পাবো? এটা কি বিশ্বাস্থ সাইট? কয় দিন থাকবে? কয়দিন পর স্ক্যাম করলে আমার ক্ষতি হবে করবো ইত্যাদি ইত্যাদি  আমাদের মনে নানান প্রশ্ন জাগতেই পারে কিন্তু আমি এত কিছু ভাবি নাই।   কাজ শুরু করে দিছি দেখি না কি হয়? আর সেটা থেকেই আজ এই অবস্থা আমার বুঝলেন। কাজ শুরু করেন বেশি ইনভেস্ট করার দরকার নেই অল্প অল্প করে করবেন। আবার ক্যাশ দেওয়ার মত টাকা হলেই ক্যাশ আউট দিয়ে দিবেন ব্যস।
তবে আগে রেজিস্টার করতে হবে রেজিস্টার করতে কোন টাকা খরচ হয়না। তারপর আমি Step by Step সব কিছু দেখাবো। আমার রেফারে রেজিষ্টার করলে হেল্পটা অনেক বেশি পাবেন স্বাভাবিক ভাবে। আমি যথেষ্ট হেল্প করবো। সব ব্যাপারে।

সাইট এর ইনফরমেশন  >
  • Revenue Sharing For Every Ad-pack up to 120% Rewards.
  • $5 Minimum Cashout and $200 Max Cashout Per Day!
  • Quick Payments; Payout Requests Are Processed Everyday!
  • Ad-pack Plans For Everyone’s Advertising Needs (View Details Page)!
  • View 10 Ads Daily in the Traffic Exchange to Claim Revenue Sharing!
  • Earnings from Paid-to-View Ads!
  • 10% Referral Commissions!
  • শেয়ার এর  মূল্য ও আপনার আয়ের পরিমান >
Adpack Plan 1: 5$ (একটা শেয়ার এর মূল্য)
Adpack Plan 2: 10 (একটা শেয়ার এর মূল্য)
Adpack Plan 3: 25$ (একটা শেয়ার এর মূল্য)
Adpack Plan 4: 50$ (একটা শেয়ার এর মূল্য)

Refferal Commission : 10% (প্রত্যেক অ্যাড প্যাক থেকে)
প্রত্যেক Plan থেকেই 120% Return(মানে প্রত্যেক অ্যাড প্যাক থেকে ১২০% পাবেন)
এবং 1% 2% এবং 3% হারে প্রতিদিন return আসে।
১ টা ৫ ডলার এর শেয়ার এর জন্য প্রত্যেকদিন ১০ সেন্ট করে আসবে >এই ভাবে জত বেশি থাকবে তত বেশি আসবে।
এখানে ভালো করতে হলে আপনাকে 5-10 টা অ্যাড প্যাক নিয়ে শুরু করতে হবে।

রিভিনিও শেয়ার সাইট এ কাজ করার নিয়ম হলো নিদিষ্ট একটি টার্গেট নিয়ে অ্যাড প্যাক কিনে জমাবেন, মনে করুন ৫ টা অ্যাড প্যাক নিয়ে যদি কাজ শুরু করেন তাহলে জত দিন না ৫০ টা হচ্ছে কাজ করবেন, মানে ৫ টা অ্যাড প্যাক থেকে প্রত্যেকদিন জত ডলার আসবে সেটা জমিয়ে যেদিন ৫ ডলার হবে আবাব আর টী অ্যাড প্যাক কিনবেন এই ভাবে ৫০ টা হলে। তখন ক্যাশ আউট দিবেন। ৭ দিন পর পাক(অথবা আপনার ইচ্ছা)

কথা দিচ্ছি যদি আপনি এই সাইট এ কাজ শুরু করেন ইন শা আল্লাহ, অনেক ইনকাম করতে পারবেন
নতুন পুরাতোন  সবাই কাজ করতে পারবেন
১:ভাই 5$ Invest করলে কত লাভ পাবো
২:লাভ তো অনেক কম
এধরনের অবান্তর প্রশ্ন করার কোনো মানে হয়না।
কারন জত অ্যাড প্যাক বেশি থাকবে তত ইনকাম
 রেফারেল কমিশনঃ
আপনার রেফারেল এ জয়েন করা কেউ $ 100 ইনভেস্ট করলে,আপনি  কমিশন  $ 10 পাবেন.
তাই আপনার রেফারেল লিং প্রচার করুন এবং রেফারাল জোগাড় করুন।(এটা অতিরিক্ত ইনকাম  আপনাদের)

পেমেন্ট প্রসেসরঃ

PAYZA,2pay4you,bitcoin, perfect money, solid trust pay
10

 পেমেন্ট Proof আমার টা দিবো না আজকে

সুধুমাএ বলবো যারা অনলাইন এ কাজ করে তাদের জিজ্ঞাস করবেন MPA পেমেন্ট দেয় কিনা। এটার থেকে বড় প্রমান আর নেই আমার মনে হয়

*সর্বচ্চ ৪৮ ঘন্টার মদ্ধে পেমেন্ট দিয়ে দেয়*

Register করতে কি কি লাগবে  ?

রেজিষ্টার করার আগে এইগুলো একটা নোটে লিখে রাখবে:
First name:
Last name:
Email:
username:
Password: (উদাহরন: Rahim123# বা Rahim123@)
এই লিং এ ক্লিক করুন  Sing up  (সরা সরি সাইন আপ পেজ লিং)
তারপর নিচের মত পেজ আসবে সব চিএ অনুজায়ি করে অ্যাকাউন্ট খুলে নিন



মেইল কনফার্ম করতে বললে করে নিন।
তার পর নিচের চিএ এর মত লগ ইন করুন 



লগ ইন করার পর নিচের মত পেজ আসবে 


এখান এ ২০ সেকেন্ড অপেক্ষা করুন > তারপর Continue to MyPayingAds.com এ ক্লিক করুন 
তারপর নিচের মত একটা নটিফিকেশন আসবে কেটে দিন


*আপনার কাজ হলো প্রত্যেকদিন ১০ টা অ্যাড সার্ফ করবেন  ইনভেস্ট এর পর *


*কাজ যারা করতে চান মানে ইনভেস্ট করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন
আমি SKYPE এ সরাসরি সাহায্য করবো ইন শা আল্লাহ*
SKYPE ID > islamdc60
তারপর অ্যাকাউন্ট সম্পূর্ণ ভাবে লগ ইন করা হয়ে গেছে এখন
১ কিভাবে অ্যাড প্যাক কিনবেন ?
২ কিভাবে কাজ করবেন ?
৩ কিভাবে ক্যাশ আউট দিবেন ? 
৪ কিভাবে ফ্রি ইনকাম করবেন ?
মনে রাখবেন, আপনি হয়ত টিউনটি জানতে পারেন অথবা এই টিউন আগেও হতেও পারে > কিন্তু একজন হলেও আছে যে টিউনটি সম্পর্কে জানেনা।তার জন্যই এই টিউন – সব চেয়ে বড় কথা এই টিপস টি এখনো কাজ করছে,আর হা,টিউনটি ভাল লাগলে অবশ্যয় টিউমেন্ট করবেন,আর যদি ভাল না লাগে টিউমেন্ট বক্স থেকে দূরে থাকুন।টিউমেন্ট করলেও খারাপ টিউমেন্ট করবেন না।  
0 comments

Notpad এর বিকল্প হিসেবে $35 এর EditPlus Text Editor ব্যবহার করুন। Full version এবং 100% working (mine build Keygen\Keymaker দিয়ে।)


আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আমি ভালোই আছি। আজকে আপনাদের কাছে নিয়ে এলাম Notpad এর একটা দারুন বিকল্প সফটওয়্যার নিয়ে। সফটওয়্যারটার নাম EditPlus। এর মূল্য $35 .অনেকে হয়তো ফ্রি Notpad++ ব্যবহার করেন। কিন্তু এটা আরো বেটার। আমি নিজে এটা ব্যবহার করে দেখেছি। এবং এটা ব্যবহার করি।

EditPlus সম্পর্কে
  • Developer(s) - ES-Computing
  • Initial release March - 20, 1998
  • Stable release - 4.20 / 5 January 2016
  • Operating system - Microsoft Windows
  • Size - 1.99 MB (32-bit installer) 2.22 MB (64-bit installer)
  • License - Shareware
  • Website - EditPlus

তো নিচে থেকে ডাউনলোড করে নিন


ডাউনলোড করার পর Extract করে নিন (Extract করতে WinRaR ব্যবহার করতে পারেন।)। তারপর আপনার সিস্টেম বিট অনুযায়ি ইনস্টল করুন।



Close EditPlus

এবার আসি Full Version করার কাজ।


আমরা যেটা ইনস্টল করলাম সেটা trial version. তো এটা আমাদেরকে এখন ফুল ভার্সন করতে হবে। যেহেতু এই সফটওয়্যারের কোনো Multi-User লাইসেন্স কি নেই তাই আমদের keymaker থেকে username -এর উপর ভিত্ত করে লাইসেন্স কি তৈরি করতে হবে।

উপরে ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করা zip ফাইলের keygen ফোল্ডারে keygen আছে সেটা রান করতে হবে। রান করার পর নিচের আম keymaker দেখতে পারবেন (keygen/keymaker যাই বলি না কেন।)। সেখানে আপনার পছন্দের username দিয়ে রেজিস্টেশন key জেনারেট করে নিন (যেকোনো নাম দিতে পারেন)।


এবার EditPlus রান করুন। তারপর নিচের মত দেখতে পাবেন।





Restart EditPlus


Keygen সম্পর্কে
  • Publisher - LigoBD
  • Release Date - 5 January 2017
  • Working - Working all version of editplus even new 4.2
  • Developer Address - Rajdharpur, Baliakandi, Rajbari


আমার কিছু কথা -
এই সফটওয়্যারের kegen\keymaker টা আমার জীবনের প্রথম সফল kegen\keymaker . এটা একটু কমপ্লেক্স ছিল কেননা username এর উপর ভিত্তি করে register code জেনারেট করতে হয়। আপনারা এটা যেকোন জয়গায় শেয়ার করতে পারেন। আপনার ফেসবুকে, আপনার ব্লগে, আপনার ওয়েব সাইটে যেখানে ইচ্ছা। এবং বেশি বেশি শেয়ার করবেন। সব freeware (লেখাও কপি মারতে পারেন)। আর আমি চেষ্টা করব এরকম আরো কিছু শেয়ার করতে। key থাকতে কেন ভাইরাস ওআলা crack ব্যবহার করব।
0 comments

এখন থেকে ইন্টারনেট সার্ফিং হবে প্রফেশনালদের মত ! ৮ টি হ্যান্ডি টিপস নিয়ে আসলাম !!


আসসালামু-আলাইকুম,
ভাল আছেন আশাকরি। অনেকদিন পর আবার টিউন করতে ইচ্ছা হল। এবার নিয়ে আসলাম কিছু টিপস যা দিয়ে আরেকটু ইজি হবে আপনার ওয়েব ব্রাউজিং :)
#১ ট্যাব রিস্টোরিং
ধরুন কোন একটা সাইট ভিজিট করছেন। ছোট্ট একটা ক্লিকে বন্ধ হয়ে গেল ট্যাবটা। এদিকে ভুলেও গেছেন কোন সাইটে ছিলেন :3
এই বিরক্তিকর সিচুয়েশন আমার প্রায় প্রতিদিনই হয় :p
যাই হোক, Ctrl + Shift + T  প্রেস করলে আপনি হারানো ট্যাবটি ফিরে পাবেন :)
#২ ক্যাশি ক্লিয়ারিং
এটা কি সেই ইতিহাস এখন থাক। শুধু এটুকুই বলি, ক্যাশি ক্লিয়ার করলে আপনি আরেকটু ফাস্ট ব্রাউজিং করতে পারবেন। সময় সময় ব্রাউজার ল্যাগ করে। সেটাও কমে যাবে :)
ক্লিয়ার করতেঃ Ctrl + Shift + R চাপুন।
#৩ URL হাইলাইটার
ধরুন URL কপি করবেন কিংবা অন্য কিছু। কি করেন তখন ? মাউস দিয়ে চেপে টেনে ধরে হাইলাইট করেন, এইতো ? :3
Ctrl + L প্রেস করে দেখতে পারেন :)
#৪ ডিরেক্ট ওয়েবসাইটে চলুন
বারবার .com দেওয়া আমার কাছে ঝামেলা মনে হয়। কাজটা Ctrl + Enter চেপেও করা যায়।
যেমনঃ facebook লিখে Ctrl + Enter দিলে http://www.facebook.com এ ডিরেক্ট চলে যাবে :)
#৫ পরের ট্যাবে ...
Ctrl + Tab চেপে দেখুন কি হয় ! :p
#৬ ব্রাউজার যখন নোটপ্যাড
হ্যাঁ, ব্রাউজারকে নোটপ্যাড হিসেবে কাজ করতে চাইলে URL বক্সে এটা লিখে এন্টার করুন
data:text/html, <html contenteditable>
#৭ Google.com
গুগল চালাতে গেলে বারবার google.com.bd চলে আসে ?
আপনি যদি এতে বিরক্ত হয়ে থাকেন, ট্রিকস টা হল google.com/ncr এ চলুন :)
#৮ Dead ওয়েবসাইট
যেই ওয়েবপেজটা ভিজিট করবেন, সেটা Dead দেখায় ?
okay !
https://archive.org/ এ চলুন এবং এখানে ওই সাইটের URL দিন। এরা ওয়েবপেজগুলা সেভ রাখে :)
আজ এই পর্যন্তই। আমাকে পেতে পারেনঃ facebook.com/Galib.Shahriar.Mallik -এ :)
আল্লাহ হাফেজ


ফেসবুকে আমাদের লাইক দিন  আইটি বিডি জোনে
ইউটিউবে আমাদের সাকসক্রাইভ করুন  আইটি বিডি জোনে
3 comments

এন্ড্রয়েড বা স্মার্টফোনের ৪০টি অত্যান্ত গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড । জেনে নিন কাজে লাগবে


আজকে যে বিষয়টি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি তা আমার টাইটেল দেখেই এতক্ষনে বুঝে গেছেন।
তাই আর বেশি কথা বললাম না। কারণ আপনারা আমার থেকেও অনেক বেশি এক্সপার্ট।

নীচে কোডগুলো ও তার কাজ কি তা তুলে ধরা হলঃ

*#06# – IMEI নাম্বার প্রদর্শন করবে।
*2767*3855# – ফ্যাক্টরি রিসেট কোড (ফোনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )।
*#7465625# – ফোনলক স্ট্যাটাস।
*#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।
*#*#2664#*#* – টাচস্ক্রীন টেস্ট কোড।
*#*#273282*255*663282*#*#* – সকল মিডিয়া ফাইল ব্যাকআপ করার কোড।
*#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড কোড।
*#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন।
*#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন।
*#*#232339#*#* – Wireless LAN টেস্ট কোড।
*#*#0842#*#* – ব্যাকলাইট ও ভাইব্রেসন টেস্ট কোড।
*#12580*369# – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন।
*#9900# – সিস্টেম ডাম্প মোড।
*#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন।
*#*#34971539#*#* – ক্যামেরা ইনফর্মেশন।
*#872564# – ইউএসবি লগিন কন্ট্রোল।
*#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু।
*#*#7780#*#* – ফ্যাক্টরি রি-স্টোর সেটিং। গুগল অ্যাকাউন্টসহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে।
*2767*3855# – ফ্যাক্টরি ফরম্যাট সেটিং। সকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে।
*#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি ইনফর্মেশন।
*#*#273283*255*663282*#*#* – ফাইল কপি স্ক্রীন। সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাকআপ করা যাবে।
*#*#197328640#*#* – সার্ভিস মোড কোড। বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য।
*#*#7594#*#* – এই কোড আপনার ইন্ডকল/ পাওয়ার বাটনকে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন এ পরিনত করবে।
*#*#8255#*#* – G Talkসার্ভিস মনিটর কোড।
*#*#34971539#*#* – ক্যামেরা ইনফর্মেশন। ক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশনটি ব্যবহার করবেন না। এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।
W-LAN, GPS and Bluetooth Test Codes:-
*#*#232339#*#* অথবা  *#*#526#*#* অথবা  *#*#528#*#* – W-LAN টেস্ট কোড। টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন।
*#*#232338#*#* – ওয়াইফাই ম্যাক এড্রেস।
*#*#1472365#*#* – জিপিএস টেস্ট।
*#*#1575#*#* – আরেকটি জিপিএস টেস্ট কোড।
*#*#232331#*#* – Bluetooth টেস্ট কোড।
*#*#232337#*# – Bluetooth ডিভাইস ইনফর্মেশন।
*#*#0588#*#* – প্রক্সিমিটি সেন্সর টেস্ট।
*#*#0*#*#* – এলসিডি টেস্ট।
*#*#2664#*#* – টাচস্ক্রীন টেস্ট।
*#*#2663#*#* – টাচস্ক্রীন ভার্সন।
*#*#0283#*#* – প্যাকেট লুপ ব্যাক।
*#*#0673#*#* OR *#*#0289#*#* – মেলোডি টেস্ট।
*#*#3264#*#* – র‌্যাম ভার্সন টেস্ট।
ধন্যবাদ পোষ্টটি পরার জন্য। আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।

ফেসবুকে আমাদের লাইক দিন  আইটি বিডি জোনে
ইউটিউবে আমাদের সাকসক্রাইভ করুন  আইটি বিডি জোনে


0 comments

হোস্টিং কিনে ধরা খেয়েছেন ? আর খাবেন না শুধু কিছু জিনিস দেখে হোস্টিং কিনুন ।



হোস্টিং কিনে ধরা খেয়েছেন ? আর খাবেন না শুধু কিছু জিনিস দেখে হোস্টিং কিনুন ।

আজকে আপনাদের কিছু জিনিস দেখাবো যা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন কোন কোম্পানী থেকে হোস্টিং নেওয়া যায় কোন কোম্পানী থেকে নেওয়া যাবে না ।

প্রথমে কিছু কারন দেখা যাক. কখন আপনি একটি হোস্টিং কোম্পানী আপনি বদলান
১. আপনার সাইট ডাউন/সাসপেন্ড ।
২. হোস্টিং কোম্পানীর সাইট ডাউন, সাপোর্ট সিস্টেম বন্ধ ।
৩. সাইট রিসপন্স টাইম অনেক বেশী ।

এই তিনটি সমস্যাই প্রধানত হয়ে থাকে । এবার কারন দেখানো যাক,
১. আপনার সাইট ডাউন/সাসপেন্ড: এর কারন অনেক গুলো হতে পারে
  • শেয়ার্ড হোস্টিং এর রিসোর্স লিমিট দেওয়া থাকে যাতে সকল কাস্টমারই ভালো ভাবে সাইট চালাতে পারেন । ধরুন একজনের একটি করপোরেট সাইট আছে তার সাইট সিপিউ লোড দেয় ২%, আপনার একটি সাইট আছে যা সিপিউ লোড দেয় ৯৯% । তাহলে মোট ১০১% লোড হলো যেটা অসম্ভব ! ফলে সার্ভার ডাউন ! এই অবস্তায় হোস্টিং কোম্পানী আপনার সাইট কে বন্ধ করে দিবে ।
আপনি প্রশ্ন করতে পারেন এটা কেনো করবে ? আমি টাকা দিয়ে সার্ভিস কিনেছি ? ভাই এটা দুনিয়ার সকল হোস্টিং কোম্পানীই ফলো করে, সার্ভারের সকল ব্যবহারকারীকে সমান রিসোর্স প্রদানের জন্য । আপনি যেমন কিনেছেন সার্ভারের অন্য ১০০জনও তেমনি টাকা দিয়ে কিনেছে সুতরাং সব রিসোর্স আপনি একা ব্যবহার করতে পারেন না । সবার সমান অধিকার ।

শেয়ারড হোস্টিং এর লিমিটেশন:
১. ফাইল স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারবেন না । অর্থাৎ ডাউনলোডিং টাইপ সাইট এতে বানাতে পারবেন না । যদি বানান যে কোনো সময় অ্যাকাউন্ট ব্যান হতে পারে ।
২. রিসোর্স লিমিট দেওয়া থাকে, যেমন মেমোরী, সিপিউ ইত্যাদি ।
  
শেয়ারড হোস্টিং কি ধরনের সাইটের জন্য তাহলে: 
শেয়ারড হোস্টিং এ যে কোনো ধরনের সাইটই হোস্ট করা যাবে ( illegal/porn ছাড়া এগুলোর জন্য offshore hosting লাগবে ), তবে ভালো হয় ছোট খাট সাইট হোস্ট করা, যেসব সাইটের ভিজিটর মাসে ৩০ হাজারের নিচে থাকে  এবং সাধারনত ব্লগ, অফিশিয়াল সাইট, কোম্পানীর সাইট ইত্যাদি সাইট হোস্ট করা নিরাপদ । তবে দাম ভেদে আরো বড় সাইট হোস্ট করা যাবে আমি স্ট্যান্ডার্ড মূল্যকে কে ধরে বলছি যেমন: ১জিবি হোস্টিং ১০০০-১২০০ টাকা এটা স্টান্ডার্ড কারন বাংলাদেশের অধিকাংশ ভরসাযোগ্য কোম্পানী এই রেট রাখে ।বড় সাইট/ ই কমার্সিয়াল সাইটের জন্য ম্যানেজড ভিপিএস নেওয়া সব থেকে উত্তম ।


২. হোস্টিং কোম্পানীর সাইট ডাউন, সাপোর্ট সিস্টেম বন্ধ :
এটা হলে বুঝে নিবেন ধরা খেয়েছেন ভাই, ভুল জায়গা থেকে হোস্টিং নিয়েছেন । হোস্টিং কেনার আগে কিছু জিনিস দেখলে এই সমস্যা হতো না । কি কি দেখবেন ?

১. কোম্পানীর রেপুটেশন: কোম্পানীর portfolio, ফেসবুক পেজ, রিভিউ ইত্যাদি দেখুন এবং অন্য কোম্পানীর সাথে compare করুন ।
২. সাপোর্ট সিস্টেম: তারা কি ধরনের সাপোর্ট দেয় এটা দেখুন, অধিকাংশ ভালো কোম্পানী আপনাকে লাইভ সাপোর্ট দিবে কিনবা ইমেইল করে টেস্ট করুন কতক্ষন পর রিপ্লাই আসে ।
৩. টিম মেম্বার : বাংলাদেশে হোস্টিং বিজনেস করার জন্য কোনো যোগ্যতা লাগে না ৮০০-৩০০০ টাকায় 3rd ক্লাস রিসেলার হোস্টিং কিনে যে কেউ বিজনেস শুরু করতে পারে । সুতরাং সাবধান যে ব্যক্তি সার্ভার সম্পর্কে জানে না তার কোম্পানী থেকে হোস্টিং কিনা বুদ্ধি মানের কাজ হবে না ।প্রথমে দেখুন টেকনিক্যাল টিমে কারা আছেন তাদের সম্পর্কে জানতে চান এরপর নিজেই বুঝবেন ।
৪. হোস্টিং সার্ভার চেক করুন: এটা সব থেকে গুরুত্বপূর্ন । কিভাবে বুঝবেন একটি কোম্পানী টাকা নিয়ে সাপোর্ট না ও দিতে পারে ? প্রথমে দেখে নিন হোস্টিং কোম্পানীর সার্ভার কোথা থেকে নেওয়া, সার্ভার লোকেশন এবং অন্যান্য তথ্য । সেই সাথে দেখে নিন তারা কি রিসেলার নাকি সার্ভারের মালিক । স্বাভাবিক ভাবে যারা রিসেলার তারাই অধিকাংশ সময় টাকা নিয়ে গায়েব হয়ে যায় কারন ১০০/২০০ টাকা দিয়ে স্পেস বেঁচে টাকা খরচ করে ফেলে এবং সময় মত রিনিউ করতে পারে না কিনবা তাদের নিজেদের অ্যাকাউন্টই সার্ভার মালিক কোনো কারনে ব্যান করে দিতে পারে । তবে সব রিসেলার রা খারাপ হয় না, অধিকাংশ ভালো কোম্পানী প্রাথমিক ভাবে রিসেলার দিয়েই শুরু করে । তবে আসল যে জিনিস দেখবেন তা হলো সার্ভার কোথা থেকে নেওয়া এবং অরিজিনাল সার্ভারের আপটাইম এবং রেপুটেশন কেমন । বাংলাদেশে নিম্ন গতির ইন্টারনেট সুবিধার জন্য বানিজ্যিকভাবে কেউ সার্ভার বসাতে চায় না । সুতরাং সার্ভার বাহির থেকে নেওয়া লাগে । আর অরিজিনাল সার্ভারের আপটাইম আর রিভিউ দেখলে বুঝতে পারবেন তারা কতটুকু ভালো সার্ভিস দিবে ।

কিভাবে দেখবেন ?
প্রথমে http://myip.ms সাইটে যান এর পর নিচের মত করে আপনি যাদের থেকে হোস্টিং কিনতে চান তাদের নেমসার্ভার লিখে সার্চ করুন । মনে রাখবেন নেমসার্ভার দিয়েই শুধু সার্চ করবেন কারন মূল সাইট অন্য সার্ভারে থাকতে পারে নিরাপত্তা কিনবা অন্য কোনো কারনে । কিভাবে নেমসার্ভার পাবেন । সাধারনত ns1.হোস্টিংসাইট.কম/ ns1.হোস্টিংসাইট.কম.বিডি এরকম প্যাটার্ন হয় । যেমন:
Ns1.greenweb.com.bd
Ns1.hostspicy.com
Ns1.godaddy.com
ইত্যাদি । NameServer না জানলে কোম্পানীকে জিজ্ঞাসা করুন ।
নিচের ছবি দেখুন :


এবার তথ্য বিশ্লেষন করুন:

IP Address: এটা সার্ভারের আইপি, ping করুন কামন্ড থেকে রিসপন্স দেখুন কেমন পাচ্ছেন ? কোনো ফেইলর আছে কিনা, টাইম কেমন নিচ্ছে ।
IP Location: অনেক গুরুত্বপূর্ন সাধারনত Texas, Singapore, Hongkong , France এর সার্ভারের স্পিড ভালো হয় । ক্যানাডার সার্ভারের স্পিড তুলনামূলকভাবে কম পাওয়া যায় । এর কারন স্পিড Geo Location এর উপর নির্ভর করে ।
IP Reverse DNS (Host): এটা গুরুত্বপূর্ন, আপনি যাদের থেকে হোস্টিং কিনছেন তারা কি রিসেলার নাকি সার্ভার মালিক তার একটা ধারনা এটা থেকে পাওয়া যাবে । যদি এখানে তৃতীয় পক্ষ কোনো হোস্টিং কোম্পানী থাকে তবে তারা রিসেলার (তবে rDNS চালু না থাকলে অনেকের সার্ভার নেয়া সত্ত্বেও অন্য কোম্পানী দেখাতে পারে যদিও এটা rare

মনে রাখবেন সার্ভার প্রোভাইডার > সার্ভার মালিক (ডেডিকেটেড/ভিপিএস) > রিসেলার(আলফা/মাস্টার/রিসেলার) > শেয়ার্ড হোস্টিং 

তবে, আবারো বলছি রিসেলার মানে খারাপ না এটা শুধু মাত্র একটা পর্যায় বোঝার যে তাদের লিমিটেশন কেমন, বড় কোম্পানী সার্ভার ব্যবহার করবে এটাই স্বাভাবিক । রিসেলার থেকে কিনলেও অনেক সময় সাপোর্ট ভালো পেতে পারেন যদি রেপুটেড কোম্পানী থেকে রিসেলার কেনা  হয় । যেমন: hostgator, inmotion, steadfast ইত্যাদির রিসেলার যথেস্ট মানসম্পন্ন এবং ভালো ।

এর পর আছে কাঙ্খিত সার্ভার নেম । এটাই সব থেকে গুরুত্বপূর্ন :
ছবি :



এখানে Interserver, Inc হলো সার্ভার প্রোভাইডার আর মালিক https://greenweb.com.bd । আপনার কাজ হবে Interserver, Inc এর সার্ভিস সম্পর্কে খোজ খবর নেওয়া, রিভিউ দেখা :
https://www.google.com/search?q=Interserver+review&ie=utf-8&oe=utf-8&client=firefox-b&gfe_rd=cr&ei=lLPwV8m9MZuGuwSD3b7wCg
গুগল মামাকে ব্যবহার করুন ।
মনে রাখবেন যতদিন ছেলে মা এর উপর নির্ভরশীল ততদিন মা এর উপর ছেলের আচরন অনেকটাই নির্ভর করে  । যদি মেইন সার্ভার ডাউন না হয় আপনার সাইট ডাউন হবে না, মেইন সার্ভারের যতটুকু স্পিড ততটুকু্‌ই আপনি পাবেন আপনার হোস্টিং প্রোভাইডার যতই ১০০ ১০০ আপটাইম বলুক না কেন মেইন সার্ভার কোম্পানী যদি ৯৫ দেয় তিনি আপনাকে ১০০ দিবে কিভাবে ?
আশা করি এরপর নিজেরাই বুঝতে পারবেন কোথা থেকে হোস্টিং কিনা উচিত কোথা থেকে না ।
নিচের জিনিস গুলোও ফলো করবেন:
১. মার্কেট প্রাইস: দাম অনেক গুরুত্বপূর্ন বিষয় । আপনি ভলভো গাড়িতে যে আরাম পাবেন তা লোকাল বাসে পাবেন না এটাই তো স্বাভাবিক । সুতরাং, মার্কেট প্রাইজ compare করুন যদি কাছাকাছি কিনবা বেশী হয় তাহলেই কিনুন । কম রেটে সার্ভিস কিনে ধরা খাবেন না ।
২. প্রোভাইডার দের সাথে খারাপ আচরন করবেন না । আপনি সার্ভিস কিনেছেন মানে এই নয় আপনি তাকে কিনে ফেলেছেন, প্রোভাইডার রা যদি রেগে থাকে তাহলে খারাপ সাপোর্ট পাওয়ারই কথা । মনে রাখবেন আপনি তার ব্যবসার একটি পার্ট, তার পুরো ব্যবসা না ।
৩. শুধুমাত্র সার্ভিস রিলেটেড সাহায্য চান, অনেকে আছেন ডোমেইন কিনে কিভাবে ওয়েব সাইট বানাতে হয় তা শেখাতে বলেন এসব সার্ভিস রিলেটেড সাপোর্ট নয় । এ ক্ষেত্রে সাপোর্ট পাবেন কিনা পাবেন না তা নির্ভর করে প্রোভাইডার এর উপর । এ ধরনের ব্যাপার গুলো ব্যাড ইমপেক্ট ফেলে । তারা আপনাকে যা বিক্রি করেছে শুধুমাত্র সেসব জিনিসের ব্যাপারে সাহায্য নেবার অধিকার আপনার আছে । অন্য ব্যাপারে সাহায্য নিতে কখনো জোড় করবেন না ।
৪. টাকা নিয়ে ঝামেলা করবেন না । অনেকেই আছেন ১০০ টাকা দিতে পারেন কিন্তু ২টাকা চার্জ দিতে আপত্তি করেন । এ ক্ষেতে প্রোভাইডারের সাথে যদি আপনার সমস্যা থেকে আগে কথা বলে নিন । হুট করে টাকা পাঠিয়ে দিবেন না । কিছু মানুষ থাকে যারা ১০০ টাকা লাভ করলেও ২টাকার মায়া ছাড়তে পারে না সুতরাং বিকাশ চার্জ/ব্যাংক চার্জ কিনবা যে চার্জই হোক কথা বলে ঠিক করে নিন ।
৫. সার্ভারে অদরকারী ফাইল রেখে দিবে না, যেটা আপনার প্রযোজন শুধু সেটাই রাখুন, অদরকারী ফাইল আপনার পুরো সিস্টেমকে স্লো করে দিতে পারে যেমন আপনার পিসিতে যদি অদরকারী ফাইল থাকে কি ঘটে ভেবে দেখুন ।
৬. সার্ভারের নীতিমালা মেনে চলুন onshore এ যদি হ্যাকিং/পর্ন এসব হোস্ট করেন অ্যাকাউন্ট সাসপেন্ড হবে এটাই স্বাভাবিক ।
৭. আইপি রিভার্স করে সাইটে কত সাইট হোস্ট করা আছে এটা দেখা বোকামী এর কারন আইপি রিভার্সে সব সাইট আসে না সুতরাং এর উপর বেজ করে কেনো সিদ্ধান্ত নিবেন না । আইপি রিভার্সে শুধুমা্ত্র যে সাইটে রিভার্স করছেন তার ডাটাবেজে সেভ থাকে সাইট গুলোর নামই পাবেন । সঠিক কোনো তথ্য পাবেন না এমনকি অনেকে CDN ব্যবহার করে এক্ষেত্রেও সঠিক রেজাল্ট পাবেন না ।
বিশাল লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ –

ফেসবুকে আমাদের লাইক দিন  আইটি বিডি জোনে
ইউটিউবে আমাদের সাকসক্রাইভ করুন  আইটি বিডি জোনে

0 comments

ওয়ার্ডপ্রেস এর জন্য অতি প্রয়োজনীয় একটি Plugin


শুভ সকাল। সবাই কে শীতল শুভেচ্ছা। আমরা যারা ওয়ার্ড প্রেস এ ওয়েব ডেভেলপ করি তাদের প্রায়ই একটি প্লাগইনস এর দরকার পরে। কখনো কখনো ওয়েব সাইট এ কাজ করার সময় তা Maintenance Mode এ রাখতে হয়। এর জন্য অনেক প্লাগইনস আছে। কিন্তু আজ আমি যে প্লাগইনস এর ব্যপার এ আলোচনা করছি তা অনেক কাজের। এর বিশেষ সুবিধা সমূহঃ
1. Count Down Timer সেট করতে পারবেন।
2. Count Down শেষ হইলে ওয়েব সাইট অটোমেটিক ওপেন হয়ে যাওয়ার সুবিধা আছে।
3. Responsive Design
4. Visitor Subscription Option Through Email এর মাদ্ধম্যে আপনার ভিসিটর দের ইমেইল collect করতে পারবেন।
5. নিজের লোগো সেট করা যায়।
6. Different Template
7. user/admin role অনুযায়ী access control করা যায়।
8. And more
কি কাজে লাগবে?


ধরুন আপনি একটি ব্যবসায়িক ওয়েবসাইট ডেভেলপ করছেন। কিন্তু আপনি চাচ্ছেন আগে থেকে প্রচারণা চালাবেন। সে ক্ষেত্রে আপনি এই প্লাগইন ইন্সটল করে অ্যাক্টিভ করে একটি টাইম সেট করে দিতে পারেন যে সময়ে আপনার ওয়েব সাইট টি লাইভ হবে। তাহলে আপনার ভিসিটর যখন ওয়েবসাইট ভিসিট করবে তখন সে একটি count down time দেখতে পাবে সেই সাথে subscription option থাকবে। যদি সে তার ইমেইল এর মাধ্যমে subscription করে রাখে তবে আপনি সহজেই তাকে ইমেইল এর মাদ্ধম্যে জানাতে পারবেন যেকোনো নিউজ অর্থাৎ প্রোমোশন।

Plugin টি ডাউনলোড করতে এবং বিস্তারিত আরও জানতে এখানে ক্লিক করুন।
  
ফেসবুকে আমাদের লাইক দিন  আইটি বিডি জোনে
ইউটিউবে আমাদের সাকসক্রাইভ করুন  আইটি বিডি জোনে
0 comments
 
Copyright © 2014. আইটি বিডি জোন - All Rights Reserved
Template Created by Shuvo Islam
^ উপরে ফিরে আসুন